নিজস্ব প্রতিবেদন: করোনা আতঙ্কের জেরে এখন লকডাউনে গোটা দেশ। পরিস্থিতির চাপে লকডাউনের মেয়াদও বাড়িয়ে ৩ মে পর্যন্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে দিন-আনা-দিন-খাওয়া মানুষের রীতিমতো নাভিশ্বাস ওঠার জোগাড়! এই অবস্থায় ক্রেতার অভাবে ফল, সবজি, আনাজ মাঠেই পড়ে নষ্ট হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একই পরিস্থিতি মহারাষ্ট্রের আঙুর চাষিদেরও। ক্রেতার অভাবে কোটি কোটি টাকার আঙুর পচে নষ্ট হচ্ছে। ভারতের মধ্যে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়ঙ্কর। সেখানে এ বছর আঙুরের পিরচুর ফলন হলেও কেনার কেউ নেই। তাই মাঠেই পড়ে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আঙুর।


আরও পড়ুন: করোনা আবহে ঘরবন্দি থেকেই নববর্ষ পালন, সবার সুস্থতা প্রার্থনা করলেন মোদী-মমতা


জানা গিয়েছে, মহারাষ্ট্রে মোট ৩ লক্ষ হেক্টর জমিতে আঙুরের চাষ হয়। এর মধ্যে ৮০ শতাংশই হয় নাসিকে। বাকি ২০ শতাংশ আঙুর ক্ষেত রয়েছে সোলাপুর, সাংলি আর পুনেতে। ১০০ থেকে ১২০ টাকা কেজির আঙুর এই লকডাউনের বাজারে ২০ থেকে ৩০ টাকা কেজিতেও কেনার কেউ নেই! মাঠে পড়ে থেকে পচে নষ্ট হওয়ার আগে সেগুলি যাতে গবাদি পশু, পাখি খেয়ে বাঁচতে পারে, তাই টন পর টন আঙুর রাস্তার ধারে রেখে যাচ্ছেন চাষিরা।