নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনলেন নরেন্দ্র মোদী।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুরুলিয়ায় মোদীর সভাস্থলে চূড়ান্ত বিশৃঙ্খলা, পুলিস লক্ষ্য করে জলের বোতল, চেয়ার ছুড়ছেন কর্মীরা  


দিল্লিতে এক নির্বাচনী প্রচার সভায় মোদী বলেন, কংগ্রেস আমলে দেশের যুদ্ধজাহাজকে প্রমোদ তরী হিসেবে ব্যবহার করেছে গান্ধী পরিবার। এভাবেই তিনি দেশের এক যুদ্ধ জাহাজকে অপমান করেছেন।



সম্প্রতি প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে ভ্রষ্টাচারী নম্বর ওয়ান বলে মন্তব্য করেন। শুধু তাই নয়, রাহুলের উদ্দেশ্যে মোদী বলেন, রাজীব গান্ধী ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসেবেই মারা গিয়েছেন।


আরও পড়ুন-ষষ্ঠ দফায় বাড়ল বাহিনী, তবু ১৯ শতাংশ বুথে থাকবে না আধাসেনা


বুধবার দিল্লিতে এক সভায় বলেন, ব্যক্তিগত ট্যাক্সি হিসেবে ব্যবহার করেছেন আইএনএল বিরাট-কে। রাজীব গান্ধীর আমলে তিনি তাঁর পরিবার ১০ দিনের ছুটিতে গিয়েছিলেন। আইএনএস বিরাট দেশের জলসীমা রক্ষার জন্য কাজে লাগানো হয়েছিল। তার বদলে সেটিকে গান্ধী পরিবারের ছুটি কাটানোর জন্য ব্যবহার করা হয়েছিল।


প্রধানমন্ত্রীর অভিযোগ, টানা দশদিন একটি দ্বীপে আটকে নোঙর করা ছিল ওই জাহাজ। রাজীব গান্ধীর পরিবার ছাড়াও ওই জাহাজে ছিলেন সোনিয়ার বাপের বাড়ির লোকজন। বিদেশি লোকজনদের এক যুদ্ধ জাহাজে চাপিয়ে দেশের নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা হয়েছিল।