নিজস্ব প্রতিবেদন: আগামী মাসেই শুরু হচ্ছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ। মনোনয়ণ পত্র দাখিলের সঙ্গেই প্রার্থীরা ঘোষণা করবেন তাঁদের সম্পত্তির পরিমাণ। কিন্তু ২০১৪ সালে যেসব প্রার্থী সাংসদ নির্বাচিত হয়েছেন তাদের সম্পত্তির একটা হিসেব দিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এডিআর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'কৃষক বন্ধু' নিয়ে রাজ্য সরকারের ব্যাখ্যা তলব কমিশনের


এডিআর এর এক সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে বর্তমান লোকসভার ৫২১ সাংসদের মধ্যে ৮৩ শতাংশ অর্থাত্ ৪৩০ জন কোটিপতি। এদের সম্পত্তির মূল্য গড়ে ১৪.৭২ কোটি টাকা। কোটিপতি ওইসব সাংসদদের মধ্যে ২২৭ জন বিজেপির, ৩৭ জন কংগ্রেসের, ২৯ সাংসদ এআইএডিএমকে-র।


কোটিপতি সাংসদদের মধ্যে ৩২ বর্তমান সাংসদ রয়েছেন যারা ঘোষণা করেছেন যে তাঁদের সম্পত্তির পরিমাণ ৫০ কোটিরও বেশি। মাত্র ২ জন সাংসদ রয়েছেন যাদের সম্পত্তির পরিমাণ মাত্র ৫ লাখ টাকা।



আরও পড়ুন-আলিপুরদুয়ারে জনসভা, শুক্রবার রাজ্যে আসছেন অমিত শাহ


সাংসদদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দুর্নীতি, ফৌজদারি মামলার কথা শোনা যায়। এডিআর-এর রিপোর্ট অনুযায়ী লোকসভার ৩৩ শতাংশ এমন সাংসদ রয়েছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ১০৬ সাংসদের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক হিংসা ছড়ানো, অপহরণ, নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।


সাংসদদের নিজেদের ঘোষণা অনুযায়ী, ১০ সাংসদের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে। এদের মধ্যে ৪ জন বিজেপির, ১ জন কংগ্রেসের, ১ জন করে এনসিপি, এলজেপি, আরজেডি ও স্বাভিমানী প্রকাশ-এর।