নিজস্ব প্রতিবেদন: বুথফেরত সমীক্ষার ফল মানতে রাজী নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের অন্যান্য বিরোধী নেতারাও এই ফল বিশ্বাস করতে পারছে না। তবে ন্যাশনাল কন্ফারেন্স নেতা ওমর আবদুল্লার সাফ কথা, সব বুথফেরত সমীক্ষা ভুল হতে পারে না।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আরও পড়ুন-মহা EXIT POLL 2019: বাংলায় গেরুয়া ঝড়ে তৃণমূলের শক্তি কমার ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়


শেষ দফার ভোটগ্রহণ শেষ হতেই একের পর এক এক্সিট পোলের ফলাফল বোমার মতো আছড়ে পড়েছে বিরোধী শিবিবে। অধিকাংশ ক্ষেত্রেই এনডিএকেই এগিয়ে রাখা হয়েছে। অন্তত ৮টি এক্সিট পোলে এগিয়ে এনডিএ। সেখানে বিরোধী ইউপিএ ও অন্যান্যারা শত চেষ্টা করলেও মোদীর আগামী ৫ বছরের জন্য ক্ষমতায় আসা ঠেকাতে পারবে না। একটি মাত্র সমীক্ষা ছাড়া সবকটিতেই এনডিএ-কে রাখা হয়েছে ২৭৭ এর ওপরে। এরকম এক অবস্থায় বুথফেরত সমীক্ষাকেই নিশানা করছে বিরোধীরা। পাল্টা দিয়েছেন ওমরও।



আরও পড়ুন-মহা Exit Poll: ৩০০ আসন পার করে দিল্লির তখতে নমো অ্যাগেনের স্পষ্ট ইঙ্গিত 


জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এক টুইটে লিখেছেন, সবকটি বুথ ফেরত সমীক্ষা ভুল হতে পারে না। এখন টিভি, সোশ্যাল মিডিয়া থেকে চোখ সরিয়ে ২৩ মে পর্যন্ত অপেক্ষা করা উচিত। দেখুন পৃথিবীটা সেদিন পর্যন্ত নিজের অক্ষে ঘুরছে কিনা।


দেখে নিন একনজরে ৮ বুথ ফেরত সমীক্ষার ফল