কংগ্রেসের সভায় ফাঁকা চেয়ারের ছবি তুলতেই বেধড়ক মার আলোকচিত্রীকে, দেখুন ভিডিও
কংগ্রেসের সভায় জোর গন্ডগোল হল উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। সেখানে বিরিয়ানির প্যাকেট বিলি নিয়ে ওই হাঙ্গামা বেধে যায়
নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস সমর্থকদের হাতে বেধড়ক মার খেলেন তামিলনাড়ুর এক আলোকচিত্রী। অপরাধ, তিনি কংগ্রেসের সভায় ফাঁকা চেয়ারের ছবি তুলছিলেন।
আরও পড়ুন-‘কোনও দাগী অফিসারকে রাখা হবে না’, রাজ্য পুলিসে রদবদল নিয়ে সরব দিলীপ
শনিবার তামিলনাড়ুর বিরুধুনগরে সভা ছিল কংগ্রেসের। সভায় লোকজন ছিল একেবারেই হাতেগোনা। স্টেজের চারদিক ভিড় করে রয়েছেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। মঞ্চের সামনে ফাঁকা বহু চেয়ার। তারই ছবি তুলছিলেন রাজ্যের এক সাপ্তাহিক পত্রিকার আলোকচিত্রী আর এম মুথুরাজ। দেখতে পেয়ে দৌড়ে আসেন কংগ্রেস কর্মীরা। বেধড়ক চড় থাপ্পর মারেন তাঁকে। তাঁর ক্যামেরাও ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়।
আরও পড়ুন-ঘরে ঢুকে জঙ্গিদের মারা অসম্ভব মনে হতো, তা করে দেখিয়েছে এই সরকার: মোদী
এদিকে, কংগ্রেসের সভায় জোর গন্ডগোল হল উত্তরপ্রদেশের মুজাফফরনগরে। সেখানে বিরিয়ানির প্যাকেট বিলি নিয়ে ওই হাঙ্গামা বেধে যায়। সমর্থরা নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়েন। বেশ কয়েকজন গুরুতর আহত হন। ওই ঘটনায় মোট ৩৪ জনের বিরুদ্ধে এফআইআর করেছে কংগ্রেস। এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে পুলিস।