‘দেশের বিরোধীদের ফের শীর্ষাসন করিয়ে ছেড়েছেন মোদীজি’
রামদেব আরও বলেন, এক সময় কিছু মানুষ দেশভক্তির প্রশ্নে হক কথা সরাসারি বলতে বলতে ভয় পেতেন
নিজস্ব প্রতিবেদন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপরেই ভরসা করেছে দেশের মানুষ। বিজেপির ভালো ফল নিয়ে সংবাদমাধ্যমে বললনে যোগগুরু রামদেব।
আরও পড়ুন-দক্ষিণ কলকাতায় জয়ী মালা রায়, লোকসভা নির্বাচন ২০১৯-এ তৃণমূলের প্রথম জয়
ভোটের ফলাফলের প্রবণতা তখন সাড়ে তিনশো পেরিয়ে গিয়েছে। তা দেখেই মুখ খুললেন যোগগুরু। তাঁর কথায়, উন্নতির নিরীখে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকেও ছাপিয়ে যাবে ভারত। এবার যখন মানুষকে ভোটের কথা বলি তখন বলেছিলাম, এমনভাব ভোট দিন যাতে আপনার ভোট বিফলে না যায়।
রামদেব আরও বলেন, এক সময় কিছু মানুষ দেশভক্তির প্রশ্নে হক কথা সরাসারি বলতে বলতে ভয় পেতেন। কিছু মিডিয়ার ক্ষেত্রেও একই কথা খাটে। যারা হের গিয়েছিন তারা স্বর্গীয় হয়ে গিয়েছেন। তাদের সম্পর্কে কিছু বলা য়ায় না। তবে মোদীজি সব বিরোধীদের ফের শীর্ষাসন করিয়ে ছেড়েছেন।
আরও পড়ুন-হেরোরা হেরো নয়, রাজ্যে বিজেপির উত্থানের পর প্রতিক্রিয়া মমতার
রবার্ট বঢড়া সম্পর্কে প্রশ্ন করা হলে রামদেব বলেন, যে যা অন্যায় করেছে তার জন্য সে শাস্তি পাবে। তবে যারা হিন্দুস্থানকে ঘৃণা করতে শেখায় তাদের ডিএনএ এবার বদল করতে হবে।