নিজস্ব প্রতিবেদন: বিজেপি, জেডিইউয়ের পর এবার বিহারে আসন সমঝোতা করে ফেলল কংগ্রেস, আরজেডি সহ ৬ দলের মহাজোট এবং তা আরজেডির শর্তেই। শুক্রবার এই ঘোষণা করেন আরজেডি মুখপাত্র মনোজ কুমার ঝা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-'শতাব্দী মরসুমি পাখি', কটাক্ষ দুধকুমারের


বেশ কয়েকদিন ধরে আসন ভাগাভাগি নিয়ে আরজেডি ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি চলছিল। শুক্রবার আরজিডি প্রধান রামচন্দ্র পূর্বা জানান লোকসভা নির্বাচনে বিহারে আরজেডি ২০ আসনে লড়াই করবে। অন্যদিকে কংগ্রেস লড়বে ৯ আসনে। জিতনরাম মাঝি লড়বেন গয়া আসন থেকে।




আরও পড়ুন-চলন্ত ট্রেনে ভয়াবহ আগুন, ভস্মীভূত আস্ত একটা কামরা! মৃত ২


অন্যদিকে, আরজেডি মুখপাত্র মনোজ কুমার ঝা সাংবাদিক সম্মেলনে জানান, দেশের সংবিধান রক্ষার স্বার্থে বিহারে আরজিডি ও কংগ্রেস সহ অন্যান্য দল মহাজোট তৈরি করেছে। ৯টি আসনে লড়াই করবে কংগ্রেস, ২০টি আসনে প্রার্থী দেবে আরজেডি। এছাড়া আরজেডির কোটায় সিপিআইএমএল লড়বে ১টি আসনে, ৫টি আসনে প্রার্থী দেবে আরএলএসপি, ৩টি করে আসনে লড়বে ভিআইপি ও হাম।


লোকসভা নির্বাচনে কংগ্রেস ১৫টি আসন চেয়েছিল। কিন্তু শেষপর্যন্ত তাকে ৯ আসনেই সন্তুষ্ট থাকতে হল।