নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে খোদ বিজেপির সদর দফতরে দলের নেতাকে লক্ষ্য করে উড়ে এল জুতো। দলের কর্মীরা জুতো নিক্ষেপকারী ব্যক্তিকে ধরে ফেললেও কয়েক মিনিটের জন্য সভায় তুমুল হইচই শুরু হয়ে যায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-আবারও পুরুলিয়ায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার


বৃহস্পতিবার দিল্লিতে বিজেপির সদর দফতরে সাংবাদিক বৈঠক করছিলেন দলের সাংসদ ও মুখপাত্র জিভিএল নরসিংহ রাও। দেশে হিন্দুদের বদনাম করার জন্য তিনি কংগ্রেসকেই দায়ি করেন। প্রজ্ঞা সিং ঠাকুরের প্রসঙ্গে তুলে তিনি কংগ্রেসকে নিশানা করেন। সেই সময়েই তাঁর সামনে দিয়ে একটি জুতো উড়ে আসে। সেটি তাঁর মাইক্রোফোনের সামনে দিয়ে গিয়ে তাঁর পাশে পড়ে।



আরও পড়ুন-চোপড়ায় তত্পর কমিশন, পুলিস এসকর্টে ভোটদানের ব্যবস্থা গ্রামবাসীদের


আচমকা ওই ঘটনায় সাংবাদিক বৈঠকে হাজির লোকজন কিছুটা হতচকিত হয়ে পড়েন। এর মধ্যেই জুতো নিক্ষোপকারী ব্যক্তিকে ধরে ফেলেন কর্মকর্তারা। তাঁকে বৈঠক থেকে বাইরে নিয়ে যান। ওই ব্যক্তির পরিচয় এখন জানা যায়নি তবে তিনি নিজেকে চিকিত্সক বলেই দাবি করেন।