নিজস্ব প্রতিবেদন: এবার লোকসভা নির্বাচনে খরচ হয়েছে ৯০০০ কোটি টাকা। এর অধিকাংশটাই খরচ হয়েছে ইভিএম ও ভিভিপ্যাট-এ। গত তিন বছর ধরে লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছিল। ইভিএম, ভিভিপ্যাট কেনা, ভোটার আইডি কার্ড তৈরি করা ছাড়াও অন্যান্য খাতে ওই খরচ হয়েছে। এর মধ্যে, ইভিএম ও ভিভিপ্যাট কিনতেই খরচ হয়েছে ৫,৪৩০ কোটি টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


২০১৯ কোটি টাকা দেখানো হয়েছে প্রত্যক্ষ খরচ হিসেবে। ভোটার আইডি কার্ড তৈরিতে ২০০ কোটি টাকা এবং ১৩১৭ কোটি টাকা খরচ হয়েছে অন্যান্য খাতে।সব কিছু নিয়ে মোট খরচ হয় ৮৯৬৬ কোটি টাকা।


আরও পড়ুন- যজ্ঞ ঘিরে উলঙ্গ নৃত্য, অসমে বাড়ির মধ্যেই শিশুবলির চেষ্টা পরিবারের, উদ্ধারে গুলি পুলিসের


এবার বাজেটে বকেয়া মেটানোর জন্য বরাদ্দ করা হয়েছে ১০০০ কোটি টাকা। চলতি বছরে নির্বাচনে খরচে ১৪৬৪ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় আইনমন্ত্রক। উল্লেখ্য, ৫৪৩ আসনে প্রায় এক মাস ধরে সাত দফায় ভোটগ্রহণ হয়। ফল ঘোষণা হয় গত ২৩ মে। এই নির্বাচনে ৩০০-র বেশি আসন পেয়ে ক্ষমতায় ফেরে বিজেপি। এনডিএ-র দখলে থাকে মোট ৩৫০ আসন।