ভিডিয়ো: `চৌকিদার চোর` হলে তুই মা****, রাহুলকে বিঁধতে গিয়ে অশালীন মন্তব্য বিজেপি নেতার
রাহুলকে বিঁধতে গিয়ে অশালীন শব্দের প্রয়োগ হিমাচলপ্রদেশ বিজেপির রাজ্য সভাপতির।
নিজস্ব প্রতিবেদন: নির্বাচনী প্রচারে ভাষণ দিতে গিয়ে অশালীন মন্তব্য করে বসলেন বিজেপি নেতা সতপাল সিং। হিমাচলপ্রদেশের বিজেপি রাজ্য সভাপতি বলেন, রাহুল বলছেন চৌকিদার চোর হ্যায়, কিন্তু লোকে বলছে উনি মা****।
একটি সভায় বিজেপি নেতা সতপাল সিং বলেন, ''মঞ্চ থেকে উনি নরেন্দ্র মোদীকে চৌকিদার চোর হ্যায় বলছেন। আরে ভাই তোমার মা-ই তো জামিনে ঘুরছেন, তুমি জামিনে রয়েছ, তোমার জামাই জামিনে রয়েছে। নরেন্দ্র মোদীকে জামিনে মুক্ত নন। তাঁর বিরুদ্ধে কোনও মামলাও নেই। বিচারকের মতো চোর বলে দেওয়ার আপনি কে?''
এরপরই বিজেপি নেতা বলেন, একজন পঞ্জাবি আমাকে একটা কথা মঞ্চে বলতে চেয়েছিলেন, তবে বলতে পারেননি। আমাকে ফেসবুক ম্যাসেঞ্জারে লিখে পাঠান। বলতে দ্বিধা নেই, তিনি লিখেছিলেন, দেশের চৌকিদার চোর হলে তুই মা****।
রাফাল চুক্তি নিয়ে ওঠা বিতর্কে নিজের করা মন্তব্যকে সুপ্রিম কোর্টের বলে চালিয়ে দেওয়ায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি। শুক্রবার ওই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে যান বিজেপি নেত্রী। তিনি বলেন, রাহুল আদালতের বিরুদ্ধে রাহুলের মন্তব্য ফৌজদারি অপরাধের সামিল।
আরও পড়ুন- ট্রাম্পকে ধোবি পছাড় দিয়ে ফেসবুকে বিশ্বের জনপ্রিয় নেতা নমো