জমায়েত, বিক্ষোভ ঠেকাতে একাধিক রাস্তায় ব্যারিকেড; যান-জটে নাকাল দিল্লি
জমায়েত, বিক্ষোভ ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি পুলিস। দিল্লি ও গুরুগ্রাম সংযোগকারী রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় দিল্লি, গুয়াহাটি, পুনে, বেঙ্গালুরু, কলকাতা-সহ বিভিন্ন জায়গায় দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার দিল্লির বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক জনসমাগম, জমায়েত এবং বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। জমায়েত, বিক্ষোভ ঠেকাতে একাধিক পদক্ষেপ করেছে দিল্লি পুলিস। দিল্লি ও গুরুগ্রাম সংযোগকারী রাস্তায় ব্যারিকেড বসানো হয়েছে। দিল্লির টাউন হলের কাছে, লাল কেল্লা সংলগ্ন এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। জামা মসজিদ, চাঁদনি চক-সহ ৮ মেট্রো স্টেশনের প্রবেশ দ্বার বন্ধ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সিএএ বিরোধিতায় তুমুল বিক্ষোভ বেঙ্গালুরু-দিল্লিতে, আটক ইতিহাসবিদ রামচন্দ্র গুহ
সংবাদ সংস্থা এএআই সূত্রে খবর, দিল্লির একাধিক জায়গায় ট্রাফিক পুলিসের তরফে ব্যারিকেড বসানোর ফলে অফিসের ব্যস্ত সময়ে ব্যাপক যান-জট সৃষ্টি হয়েছে রাজধানী শহরের বিভিন্ন প্রান্তে। লাল কেল্লার সামনে ১৪৪ ধারা উপেক্ষা করেই বিক্ষোভে সামিল হয়েছেন কয়েকশো মানুষ।