নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি রান্নার গ্য়াসের উপর ভর্তুকি দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। গত ২১ মে নির্মলা সীতারমণ (Union Finance Minister Nirmala Sitharaman) ঘোষণা করেন, বছরে ১২টি গ্যাস সিলিন্ডারের উপর ২০০ টাকা করে ভর্তুকি দেবে ভারত সরকার। উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjwala Yojana) অন্তর্গত ৯ কোটি মানুষ এর দ্বারা উপকৃত হবেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত কয়েক মাসে একাধিকবার রান্নার এবং বাণিজ্যিক গ্য়াসের দাম বেড়েছে। দিল্লিতে ১৪.২ কেজির রান্নার গ্য়াসের দাম ১০০৩ টাকা। সরকারের সিদ্ধান্ত কার্যকর হলে, ২০০ টাকা ভর্তুকি দেওয়া হবে। ফলে গ্রাহকদের সিলিন্ডার প্রতি ৮০৩ টাকা গুনতে হবে। 


কারা সুবিধা পাবেন?


জানা গিয়েছে সরকারের এই সিদ্ধান্তের সুবিধা পাবেন, প্রধানমন্ত্রী আবাস যোজনার (গ্রামীণ) অন্তর্গত তফশিলি জাতি এবং উপজাতির অন্তর্ভুক্ত মহিলারা। Antyodaya Anna Yojana (AAY)-র অন্তর্ভুক্ত মানুষজন। চা বাগানের কর্মী এবং প্রাক্তন কর্মীরা। এছাড়া সমাজের নিম্নবর্গের মানুষজন।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)