লখনউ: চতুর্দিক থেকে তীব্র সমালোচনার জেরে উত্তরপ্রদেশের অখিলেশ যাদব সরকার শুক্রবার ২৫ বছরের এক মহিলার গণধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্তের নির্দেশ দিল। বৃহস্পতিবার লখনউয়ের শহরতলীর মোহনলালগঞ্জ অঞ্চলে একটি স্কুলে ওই মহিলার ছিন্নবিচ্ছন্ন দেহ উদ্ধার হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাম্প্রতিক খবর অনুযায়ী, অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল অফ পুলিস সুতপা সান্যাল ও তাঁর দল এই জঘন্য অপরাধের তদন্তের দায়িত্ব নিচ্ছেন।


বিজেপি বিধায়কদের এক প্রতিনিধি দল অখিলেশ যাদবের সঙ্গে দেখা করে এই নৃশংস অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের শাস্তির দাবি জানাবে বলে জানা গেছে।


ধর্ষিত ও নিহত মহিলা লখনউ-এর পিজিআই হাসপাতালের কর্মচারী বলে জানা গেছে।


রাজ্য সরকার ইতিমধ্যে মোহনলালগঞ্জ পুলিস স্টেশনের ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরকে অবহেলার অভিযোগে বরখাস্ত করেছে।


ইতিমধ্যে, ছয় ডাক্তারের এক প্যানেল যাঁরা নিহতের মৃতদেহ পরীক্ষা করছিলেন তাঁরা পায়ু ও যোনী অঞ্চলে ক্ষতের অবস্থান নিশ্চিত করেছেন।


ডাক্তাররা জানিয়েরছেন কাঠের লাঠির মত ভোঁতা কিছু যোনীর মধ্যে প্রবেশ করানী হয়েছিল।


ওই প্যানেল আরও জানিয়েছে রক্তাক্ত অবস্থাতেই নিগৃহীতা মহিলার উপর চলে অকথ্য যৌন অত্যাচার।