ওয়েব ডেস্ক: শুরুতেই হোঁচট খেল লখনউ মেট্রো। প্রথম দিনেই মাঝপথে থমকে গেল মেট্রোর চাকা। প্রায় এক ঘণ্টা পর উদ্ধার করা হল ১০০ জন যাত্রীকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার লখনউ মেট্রোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বুধবার থেকে শুরু হয় বাণিজ্যিক পরিষেবা। এদিন সকাল ৭.১৫ মিনিট নাগাদ প্রযুক্তিগত সমস্যার জন্য মাঝ রাস্তাতেই থমকে যায় ট্রেন। বন্ধ হয়ে যায় আলো ও বাতানুকুল যন্ত্র। প্রায় ১ ঘণ্টা এই পরিস্থিতিতে আটকে থাকেন ১০০-র বেশি যাত্রী। যাত্রীদের মধ্যে স্কুল ছাত্র ও শিশুরাও ছিল। ঘণ্টাখানেক পর মেট্রোর কর্মীরা এসে ইমারজেন্সি এক্সিট দিয়ে যাত্রীদের উদ্ধার করেন। অন্য একটি ট্রেনে তাঁদের গন্তব্যে পাঠানো হয়।


আরও পড়ুন - স্ত্রী বাদ! গুরমিতকে জেলে দেখতে আসার এন্ট্রি পেলেন নির্দিষ্ট ১০ জন


৮.৫ কিলোমিটার দীর্ঘ লখনউ মেট্রোয় রয়েছে ৮টি স্টেশন। তৈরিরে খরচ হয়েছে ৬,৮৮০ কোটি টাকা। প্রথম দিনই মেট্রো মুখ থুবড়ে পড়ায় কটাক্ষ করেছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তাঁর প্রশন, কমিশনার অফ মেট্রো রেল সেফটি ছাড়পত্র দেওয়ার পরও কেন প্রথম দিনেই ধাক্কা খেল মেট্রো পরিষেবা?