ওয়েব ডেস্ক: হঠাত্ করেই সাজ সাজ রব। বেশ সুস্বাদু খাবারের গন্ধও বেরচ্ছে। ব্যাপারটা কী? গতকাল সংসদে এই অবস্থায় পড়ে ঠিক এই প্রশ্নগুটাই করছিলেন দেশের সাংসদেরা। সংস্কৃত শ্লোক অনুসারে "ঘ্রাণেন অর্ধ ভোজয়েত"। কিন্তু খিদের মুখে এই রকম লোভনীয় খাবারের গন্ধ পেলে তো খিদেটা পাঁচগুন বেড়ে যায়। কিন্তু সাংসদরা কিছুতেই বুঝতে পারছিলেন না গন্ধটা কোন দিক থেকে আসছে। তবে খানিক পরে, বোঝা গেল। গন্ধের অভিমুখ দেশের অর্থমন্ত্রী অরুণ জেটলির ঘর।


আরও পড়ুন- আজ লোকসভায় পেশ হচ্ছে GST বিল


আসল ব্যাপার হল, জিএসটি বিল অনেক বাধা পেরিয়ে, অবশেষে পাশ হয়ে যাওয়ার আনন্দে দল ও মত নির্বিশেষে নিজের ঘরে সাংসদদের জন্য ভুঁড়িভোজের আয়োজন করেছিলেন জেটলি। জানা গেছে সাংসদরা তৃপ্তি করে খেয়েওছেন। কিন্তু জেটলির এই আয়োজন থেকে একটা ব্যাপার পরিষ্কার এই বিল পাশ করানোটা অর্থমন্ত্রী হিসাবে তাণর কাছে কত বড় চ্যালেঞ্জ ছিল।


আরও পড়ুন- নিষিদ্ধ "ভারত ভাগ্য বিধাতা", স্কুল ছাড়লেন প্রিন্সিপল সহ আরও ৭ শিক্ষক