ওয়েব ডেস্ক: শ্বাসকষ্টের সমস্যা, বৃহস্পতিবার রাতেই চেন্নাইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হল ডিএমকে প্রধান এম করুণানিধিকে। চেন্নাইয়ের কৌভেরি হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন ৯২ বছর বয়সী এই বর্ষিয়ান নেতা গলা এবং ফুসফুসের সংক্রমণের কারণেই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। কৌভেরি হাসপাতালের এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ এস অরবিন্দন জানিয়েছেন, "এম করুণানিধির শ্বাসকষ্টের সমস্যা সমাধানের জন্য প্রথমে তাঁর গলা এবং ফুসফুসের সংক্রমণকে সাফ করতে হবে, চিকিৎসকরা সেটাই করছেন"।
 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


এই মাসের প্রথমেই একবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন তামিলনাড়ুর ৫ বারের মুখ্যমন্ত্রী তথা ডিএমকে প্রধান এম করুণানিধি। পুষ্টি এবং জলয়োজনের কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁকে ছেড়ে দেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে বাড়ি ফেরারা দুই সপ্তাহের মধ্যেই ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এম করুণানিধি।  আরও পড়ুন- ডিসেম্বর মাসকে 'ভয়' পায় তামিলনাড়ু!