ওয়েব ডেস্ক : মোবাইল আধার বা mAadhaar-কে এবার থেকে পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য করা হবে রেলযাত্রায়। জানিয়েছে রেলমন্ত্রক। সচিত্র পরিচয়পত্র হিসেবে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের পাশাপাশি এবার গ্রাহ্য হবে মোবাইল আধারও। এমনটাই ঘোষণা করেছে রেলমন্ত্রক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

mAadhaar অ্যাপটি চালু করে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এই অ্যাপটির সঙ্গে লিঙ্ক রয়েছে আধার। এই অ্যাপের মাধ্যমে কোনও ব্যক্তির নাম, জন্মতারিখ, লিঙ্গ, ঠিকানা, এমনকি ছবি সংক্রান্ত পরিচয় জানা সম্ভব।


তবে আধারে রেজিস্টার করা মোবাইল নাম্বার দিয়েই একমাত্র এই অ্যপটি খোলা যাবে। বায়োমেট্রিক লক ও আনলকের ব্যবস্থা রয়েছে অ্যাপটিতে। অ্যাপটি খুলে নির্দিষ্ট পাসওয়ার্ড দিলে, ওই ব্যক্তির আধার তথ্য পাওয়া যাবে। যা ওই রেলযাত্রীর পরিচয়পত্র হিসেবে গ্রাহ্য হবে।


আরও পড়ুন, আধারের সঙ্গে আপনার ফোনের সিম লিঙ্ক করুন খুব সহজে, জেনে নিন