Dornier Do-228 Aircraft: অসম থেকে অরুণাচল, আজ শুরু হল মেড-ইন-ইন্ডিয়া Dornier বিমানের উড়ান
হ্যালের তৈরি হালকা ওই বিমানটিতে চড়তে পারবেন ১৭ জন
নিজস্ব প্রতিবেদন: দেশের বিমান পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনা হল। মঙ্গলবার দেশে যাত্রী পরিবহণ শুরু করল মেড ইন ইন্ডিয়া বিমান Dornier Do-228।
মঙ্গলবার ওই বিমান পরিষেবার সূচনা করে অসমের ডিব্রুগড় থেকে অরুণাচলের প্রত্যন্ত পাসিঘাটে উড়ে গেলেন কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ওই রুটে বিমানটি চালাচ্ছে অ্য়ালায়েন্স এয়ার।
হ্যালের তৈরি হালকা ওই বিমানটিতে চড়তে পারবেন ১৭ জন। দেশের প্রত্যন্ত অঞ্চলে যাত্রী পরিবহনের এটি বিপ্লব আনবে বলে মনে করছে কেন্দ্র। এক প্রেস বিবৃতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, '১২ এপ্রিল দুটো জিনিস ঘটবে। সেটি হল দেশে তৈরি যাত্রী বিমান পরিষেবা শুরু করছে। অন্যদিকে, অ্যালায়েন্স এয়ার-ই হবে দেশের প্রথম এয়ারলাইন্স যারা দেশে তৈরি বিমানে যাাত্রী পরিষেবা শুরু করবে।'
আপাতত অ্য়ালায়েন্স এয়ারের হাতে এসেছে দুটি Dornier Do-228 বিমান। মঙ্গলবার ডিব্রুগড় থেকে অরুণচালের পাসিঘাটে পরিষেবা শুরু করবে। আগামী ১৫-২০ দিনের মধ্যে তেজু ও জিরোতেও নামবে ডরনিয়ার বিমান।
আরও পড়ুন-'তদন্তকে প্রভাবিত করতে পারে', মুখ্যমন্ত্রীর 'হাঁসখালি-মন্তব্য'কে তোপ রাজ্যপালের