নিজস্ব প্রতিবেদন: শুরু হল মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন ২০১৮-র ভোটগণনা। সেরাজ্যের ২৩০টি বিধানসভা কেন্দ্রে গত ২৮ নভেম্বর বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হয়। মধ্যপ্রদেশের ৫১টি জেলায় প্রায় ১২০০ সিসিটিভির নজরদারিতে ভোটগণনা হবে। প্রতি রাউন্ডের ফল আলাদা আলাদা ভাবে ঘোষণা করবে কমিশন। এক রাউন্ডের ফল ঘোষণার পরই পরের রাউন্ডের গণনা শুরু হবে। এক্সিটপোলের আভাস মধ্যপ্রদেশে কড়া টক্কর হতে চলেছে ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেসের মধ্যে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LIVE: আপডেট


-কংগ্রেস এগিয়ে ১০৯টি আসনে। বিজেপি এগিয়ে রয়েছে ১০৭টি আসনে। মায়াবতীর বিএসপি ৬টি আসনে এগিয়ে রয়েছে। অন্যান্যরা এগিয়ে ৯টি আসনে।


-মধ্যপ্রদেশে কংগ্রেস ও বিজেপির মধ্যে জোর লড়াই চলছে।


- মধ্যপ্রদেশে এগিয়ে শিবরাজ সিং চৌহান।


- প্রথম আধ ঘণ্টার গণনার পর মধ্যপ্রদেশে সামান্য এগিয়ে কংগ্রেস। 


- খোলা হল স্ট্রং রুম। বার করা হচ্ছে ভোটযন্ত্র।


- ভোটগণনা শুরু হবে পোস্টাল ব্যালট দিয়ে।


- ২৩০টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা হবে ৩০৬টি কেন্দ্রে। 


- মধ্য প্রদেশে ২৮৯৯ জন প্রার্থী ভোটের ময়দানে রয়েছেন।


- সকাল ৮.৩০ মিনিট থেকে মিলতে পারে প্রথম ফলের আভাস।


Live TV-তে দেখুন লেটেস্ট আপডেট


মধ্যপ্রদেশে সমস্ত আসনে প্রার্থী দিয়েছে বিজেপি। কংগ্রেস ২২৯টি আসনে প্রার্থী দিয়েছে। একটি আসন শরদ যাদবের লোকতান্ত্রিক জনতা দলকে ছেড়েছে তারা। সেরাজ্যে আম আদমি পার্টি ২০৮টি আসনে লড়ছে। মায়াবতীর বসপা লড়ছে ২২৭টি আসনে। সমাজবাদী পার্টি ৫২টি আসনে প্রার্থী দিয়েছে। 



নিজের পুরনো কেন্দ্র বুধনি থেকে ভোটে লড়ছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তার বিরুদ্ধে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অরুণ যাদবকে ভোটের ময়দানে নামিয়েছে কংগ্রেস। এই আসন থেকে ৪ বার নির্বাচনে জিতেছেন শিবরাজ সিং চৌহান। প্রতিবারই বেড়েছে তাঁর জয়ের ব্যবধান।