মধ্যপ্রদেশে কৃষক বিক্ষোভে পুলিসের গুলিতে নিহত ৫, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ইস্তফা দাবি কংগ্রেসের, চাপে বিজেপি
কৃষক বিক্ষোভে গুলি। নিহত পাঁচ। মধ্যপ্রদেশের মন্দসৌরের ঘটনায় চাপে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ইস্তফা দাবি করেছে কংগ্রেস। পুলিসের গুলিতেই মৃত্যু, মানছে না রাজ্য সরকার। ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই পড়ুন- ২০ দিনের দাম্পত্য শেষ হল ২০ বছরের ডিভোর্সে
ব্যুরো: কৃষক বিক্ষোভে গুলি। নিহত পাঁচ। মধ্যপ্রদেশের মন্দসৌরের ঘটনায় চাপে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের ইস্তফা দাবি করেছে কংগ্রেস। পুলিসের গুলিতেই মৃত্যু, মানছে না রাজ্য সরকার। ঘটনার উচ্চ-পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবশ্যই পড়ুন- ২০ দিনের দাম্পত্য শেষ হল ২০ বছরের ডিভোর্সে
পেঁয়াজ, মুগের ডালের সহায়ক মূল্য বাড়াতে হবে। মকুব করতে হবে ঋণ। মাস পয়লা থেকেই কৃষকদের এইসব দাবিতে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে পরিস্থিতি। সরকার সুরাহার আশ্বাস দিলেও সন্তুষ্ট হননি কৃষকরা। সোমবার রাত থেকেই গণ্ডগোল বাড়তে থাকে। মঙ্গলবার তা চরমে ওঠে। এ দিন মন্দসৌরের পিপলিয়া মাণ্ডি এলাকায় বিক্ষোভ দেখান কৃষকরা। গাড়িতে আগুন, ভাঙচুর বাদ যায়নি কিছুই। পরিস্থিতি সামাল দিতে পুলিস গুলি চালালে একাধিক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। বিরোধীদের আক্রমণে চাপে বিজেপি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট-
মধ্যপ্রদেশের ঘটনা দুর্ভাগ্যজনক। কৃষকরা প্রাণ হারিয়েছেন। শোকার্ত পরিবারকে সমবেদনার পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেছেন, তাঁরা সবসময় কৃষকের পাশে থাকেন। মোদী সরকার কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। শিবরাজ সিং চৌহানের ইস্তফা দাবি করেছে কংগ্রেস। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অবশ্য মন্দসৌরের ঘটনার জন্য কংগ্রেসকেই দায়ী করেছেন। মন্দসৌরে পুলিসের গুলিতে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেছেন মধ্য প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জেলার একাধিক জায়গায় জারি হয়েছে কার্ফু। বন্ধ রাখা হয় মোবাইল ইন্টারনেট পরিষেবা।