ওয়েব ডেস্ক : দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের ছেলে কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে জারি করা লুক আউট নোটিসে স্থগিতাদেশ দিল মাদ্রাজ হাইকোর্ট। সিবিআই-এর পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে এই নোটিস জারি করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কার্তি চিদাম্বরমের বিরুদ্ধে বিদেশের একটি সংবাদ মাধ্যমে মোটা টাকা লগ্নি করার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে কার্তি ওই সংবাদ মাধ্যমের একজন শরিক। UPA জমানায় বেআইনি ভাবে সেখানে টাকা খাটিয়েছিলেন তিনি। আর তাতে সাহায্য করেন তত্কালীন অর্থমন্ত্রী ও তাঁর বাবা পি চিদাম্বরম।


আরও পড়ুন- সংযুক্তির পথে আম্মার দল


অন্যদিকে, সিবিআই-এর লুক আউট নোটিসের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। কার্তি চিদাম্বরমের দাবি, এই মামলায় তিনি প্রতি পদক্ষেপে তদন্তকারী সংস্থাকে সাহায্য করছেন। তাই এই নোটিসের কোনও প্রয়োজনিয়তাই নেই।


আজ ছিল সেই মামলার শুনানি। প্রতিটি বিষয় বিচার করেই আদালতের পক্ষ থেকে কার্তির বিরুদ্ধে লুক আউট নোটিসের ওপর স্থগিতাদেশ দেওয়া হয়।