ওয়েব ডেস্ক: নিজেদের রাজ্যের প্রজাপতি পেল মহারাষ্ট্র। ব্লু মরমোন প্রজাতির প্রজাপতিকে, যার বৈজ্ঞানিক নাম প্যাপিলো পলিমনেস্টর বিজেপি সরকার মহারাষ্ট্রের প্রজাপতি হিসেবে ঘোষনা করেছে। দেশের প্রথম রাজ্য হিসেবে নিজেদের প্রজাপতি পেল মহারাষ্ট্র। সোমবার মুম্বইতে স্টেট ওয়াইল্ডলাইফ বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ব্লু মরমোন প্রজাপতি মূলত ভারত ও শ্রীলঙ্কাতেই দেখা যায়। মহারাষ্ট্রের পশ্চিমঘাট পর্বতমালা, দক্ষিণ ভারত ও উপকূলবর্তী অঞ্চলেই এই প্রজাপতি দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রের পশ্চিমাঞ্চল ও বিদর্ভ অঞ্চলেই বেশি দেখা যায় ব্লু মরমোন। আকৃতিতে দেশের দ্বিতীয় প্রজাপতি হওয়া সত্ত্বেও এই প্রজাতি এতদিন যথেষ্ট অবহেলিত ছিল বলে জানিয়েছেন মহারাষ্ট্রের বনমন্ত্রী সুধীর মগনানিত্বর।


ভেলভেটের মতো কাল ডানার ওপর উজ্জবল নীল ছিট এই প্রজাপতির বৈশিষ্ট্য।