নিজস্ব প্রতিবেদন: সুপ্রিম কোর্টের রায়ে ফাঁপড়ে পড়েছে মহারাষ্ট্র সরকার। ১১,৭০০ কর্মীকে কীভাবে ছাঁটাই করা হবে, তা নিয়েই ভাবনাচিন্তা চলছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভুয়ো শংসাপত্র দেখিয়ে তপশীলি জাতি ও উপজাতি কোটায় সরকারি চাকরি পেয়েছিলেন ১১,৭০০ জন। এই ঘটনার পরই চোখ খোলে সরকারের। সরকারি চাকরির এই মরা বাজারে চাকরি পেতে ভুয়ো শংসাপত্রও বানিয়ে ফেলছেন বহু কর্মপ্রার্থী। তবে ভুয়ো শংসাপত্রের ভিত্তিতে ১১,৭০০ জনের চাকরি পাওয়ার পর বিষয়টি নজরে আসে। তাঁদের চাকরি থেকে ছাঁটাইয়ের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 


আরও পড়ুন- ধাক্কা দেওয়ার পর ৭০ কিলোমিটার দেহ টেনে হিঁচড়ে নিয়ে গেল বাস


কিন্তু, সুপ্রিম কোর্টের এই নির্দেশ পালন করতে গিয়েই চাপে পড়েছে ফড়ণবীস সরকার। এই কর্মীদের অনেকেই প্রায় দু'দশক ধরে সরকারি চাকরি করছেন। অনেকেই করণিকের পদ থেকে ডেপুটি সচিব পদে প্রোমোশন পেয়েছেন। ফলে এক ধাক্কায় এই বিশাল সংখ্যক কর্মীকে ছাঁটাই করলে বিক্ষোভের মুখে পড়তে পারে সরকার। এই পরিস্থিতিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন দেবেন্দ্র ফড়ণবীস। মহারাষ্ট্রের মুখ্যসচিব অবশ্য জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশ মানা হবে।   


আরও পড়ুন- ভিন ধর্মে প্রেমের পরিণতি, দিল্লিতে যুবককে প্রকাশ্যে খুন করল প্রেমিকার পরিবার