নিজস্ব প্রতিবেদন: বিতর্কিত মন্তব্য করে ঘোর বিপাকে নাসিকের বিতর্কিত হিন্দুত্ববাদী নেতা সম্ভাজি ভিদে। তাঁকে আদালতে টেনে নিয়ে ‌যাচ্ছে নাসিক পুরসভা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-পুলিসের কাছে শিশু বিক্রির কথা স্বীকার করলেন মিশনারিজ অব চ্যারিটির সন্ন্যাসিনী


কী এমন মন্তব্য করেছিলেন ভিদে?  সম্প্রতি এক জনসভায় তিনি মন্তব্য করেন, ‘পুষ্টির দিক থেকে আম খুবই গুরুত্বপূর্ণ। কয়েকজন মহিলা আমার বাগানের আম খেয়েছিলেন। তারা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।’ ভিদের ওই মন্তব্যের পরই জোর শোরগোল শুরু হয়ে ‌যায়। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।


পুরসভায় দাবি, ভিদে আইন ভেঙেছেন। পুরসভার পক্ষ থেকে একটি কমিটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি ভিদের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেয়।


আরও পড়ুন-থাইল্যান্ড ওপেনের ফাইনালে সিন্ধু


উল্লেখ্য, শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান নামে একটি সংগঠন চালান প্রাক্তন এই আরএসএস নেতা। এ বছর জানুয়ারিতে ভিমা কোরেগাঁওয়ে সংঘর্ষে উসকানি দেওয়ার অভি‌যোগেও নাম জড়িয়েছে ভিদের।