নিজস্ব প্রতিনিধি:  কৃষি ঋণ মুকুব করতে কৃষকদের অনলাইনে রেজিস্ট্রেশন করতে বলেছিল সরকার। কিন্তু তার ফলে ফাঁস হল এমন তথ্য, যাতে বেকায়দায় সরকার। দেখা গেল, একশো জন কৃষকের একই আধার নম্বরে সংযুক্তিকরণ হয়েছে। সমস্যা সমাধানে রাতের ঘুম ছুটছে ব্যাঙ্ক কর্মীদের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কৃষি ঋণ মুকুব করতে কৃষকদের অনলাইনে রেজিস্ট্রেশন করার নির্দেশ দিয়েছিল মহারাষ্ট্র সরকার। সেই মতো রাজ্যের কৃষকরা তা করেওছিলেন। সরকারের তরফে বলা হয়েছিল, সব ধরনের জালিয়াতির হাত থেকে রক্ষা পেতে আধার নম্বর সংযুক্তিকরণ করা অত্যন্ত জরুরি। এমনকি কোনও কৃষক অসত্ পথে ঋণ মুকুবের চেষ্টা করলেও, তা ধরা পড়ে যাবে। কিন্তু অনলাইনে কৃষকরা রেজিস্ট্রেশন করার পর দেখা যাচ্ছে, একই আধার নম্বর রয়েছে একশো জনের। আর তাতেই মুখ পুড়েছে ফড়ণবীশ সরকারের।


আরও পড়ুন: চলন্ত ট্রেন থেকে ছুড়ে ফেলা হল মা ও তিন শিশুকে


মহারাষ্ট্র কোঅপারেশনের এক আধিকারিক বিষয়টি প্রকাশ্যে এনেছেন। ব্যাঙ্ক সূত্রে খবর, তাদের কাছে যে তথ্য রয়েছে আর সরকারের তরফে যে তথ্য পাঠানো হয়েছে, তাতে বিস্তর অমিল রয়েছে। কোন কোন ক্ষেত্রে দুটি নথিতে একই কৃষকের নাম ঠিকানা মিলছে না, কোন ক্ষেত্রে আবার জমির মাপ বা কত টাকার ঋণ ছিল তা মিলছে না। এই সমস্যা সমাধানে এখন হিমশিম খাচ্ছেন ব্যাঙ্ক আধিকারিকরা।


গত সপ্তাহে প্রথম ধাপে ৮.৪০ লক্ষ কৃষকের চার হাজার কোটি টাকার ঋণ মুকুবের ছাড়পত্র দিয়েছে সরকার। সব মিলিয়ে মোট ৩৪ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। সরকার চাইছে অক্টোবরের মধ্যেই এই কাজ শেষ করতে। কিন্তু 'আধার'-সমস্যায় আঁধারেই ব্যাঙ্ককর্মীরা।  


আরও পড়ুন: নতুন বছরে মুম্বইয়ে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন