ওয়েব ডেস্ক: ডেপুটি কালেক্টরকে সজোরে চড় কষিয়ে বিতর্কে জড়ালেন মহারাষ্ট্রের এনসিপি বিধায়ক। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। অয়েল পাইপলাইনের জমি অধিগ্রহণ নিয়ে সমস্যা সমাধানে ডেপুটি কালেক্টর অভয় কালগুড়কারের সঙ্গে বৈঠক করছিলেন এনসিপি বিধায়ক সুরেশ লাড়। জমিদাতা কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া নিয়ে কথা কাটাকাটির  মাঝে  মেজাজ হারান ডেপুটি কালেক্টর। তখনই তাঁকে কষিয়ে চড় মারেন এনসিপি বিধায়ক। একজন জনপ্রতিনিধি এভাবে কোনও সরকারি আধিকারিককে কীভাবে গায়ে হাত তুলতে পারেন, তা নিয়ে বিতর্ক দানা বেধেছে। যে জমির ক্ষতিপূরণ নিয়ে বচসার সূত্রপাত সেই এলাকায় জমি রয়েছে এনসিপি বিধায়কেরও।