নিজস্ব প্রতিবেদন: নিজের রাজনৈতিক প্রতিপক্ষ কমল নাথকে কটাক্ষ করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। মহারাষ্ট্রে রাজনৈতিক সঙ্কট মোকাবিলায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (AICC) পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত হয়েছেন কমল নাথ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুধবার প্রশ্ন করেছিলেন কীভাবে কমল নাথ মহারাষ্ট্রে সরকার রক্ষা করবেন যখন মধ্যপ্রদেশে নিজের অস্তিত্বই তিনি রক্ষা করতে পারেনি। কংগ্রেসের সময় শেষ হয়ে এসেছে বলে দাবি করে চৌহান বলেন, "কমল নাথ মহারাষ্ট্রে দিয়েছেন... যে মধ্যপ্রদেশে নিজের সরকার বাঁচাতে পারেনি, মহারাষ্ট্রের সরকার কীভাবে বাঁচাবে?... কংগ্রেসময় শেষ হয়ে এসেছে।" উজ্জয়িনীতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী এই মন্তব্য করেন।


মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে কংগ্রেস মঙ্গলবার প্রবীণ নেতা কমল নাথকে মহারাষ্ট্রে AICC-র পর্যবেক্ষক হিসাবে নিযুক্ত করে। বুধবার, কমল নাথ মুম্বইতে এনসিপি সভাপতি শরদ পাওয়ারের সঙ্গে দেখা করেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। যশবন্তরাও চ্যাবন কেন্দ্রে কমল নাথের সঙ্গে দেখা করার পর, পাওয়ার টুইট করেছেন যে তারা "আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন এবং অন্যান্য বিভিন্ন বিষয়" নিয়ে কথা বলেছেন।


আরও পড়ুন: Maharashtra Political Crisis: পাখির চোখ সরকার গঠন! রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করবেন দেবেন্দ্র ফড়নবিশ?


মহারাষ্ট্র বিধানসভায় কংগ্রেসের ৪৪ জন বিধায়ক রয়েছে। তারা রাজ্যে শিবসেনা এবং এনসিপির সঙ্গে জোটের মাধ্যমে ক্ষমতায় রয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)