জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বিয়েবাড়ির ভাতের নৌকার ফুটন্ত জলে পড়ে মৃত্যু ১৬ মাসের শিশুর। খেলতে খেলতে একরত্তি ভাতের নৌকার ফুটন্ত জলের মধ্যে পড়ে যায়। টগবগ করে ফোটা জলের মধ্যে পড়তেই শরীরের অধিকাংশ অংশ পুড়ে যায়। গুরুতর জখম হয় ওই শিশুটি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৬ মাসের একরত্তির নাম হাসান কে পাঠান। অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটে ৬ জুলাই। মহারাষ্ট্রের পালোড গ্রামের বাসিন্দা পাঠানরা। বাড়ির বাইরেই ঘটে যায় দুর্ঘটনাটি। সেদিন সন্ধ্যায় বাড়িতেই ছিল বিয়ের আসর। বাড়ির মধ্যেই তাই রান্নাবান্নার আয়োজন চলছিল। বড় নৌকায় করে ভাত ফুটানো হয়েছিল। ভাত ফুটে যাওয়ার পর নৌকাটি পাশেই নামিয়ে রাখা ছিল। 


খেলতে খেলতে সবার চোখের আড়ালে হাসান নৌকার ফুটন্ত জলের মধ্যে পড়ে যায়। পড়ে যেতেই তার চিত্কার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। সঙ্গে সঙ্গেই ১৬ মাসের হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হল না। একসপ্তাহ ব্যাপী হাসপাতালে যমে মানুষে টানাটানির পর শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে একরত্তি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আরও পড়ুন, Digital News: বিধির বাঁধনে এবার ডিজিটাল সংবাদ! রেজিস্ট্রেশন ৯০ দিনের মধ্যেই


আরও পড়ুন, Onion Price Control: দাম কমবে পেঁয়াজের? আমজনতার জন্য নয়া নীতি আনতে পারে মোদী সরকার!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)