নিজস্ব প্রতিবেদন:  কয়েক মাসের পরিশ্রম মাটি। জমির অধিকাংশ ফসল বিক্রি করে হাতে এসেছে মোট ৪৪২ টাকা। ক্ষোভে জমির বাকি ফসল নিজের হাতে নষ্ট করে দিলেন মহারাষ্ট্রের জালনা জেলার কৃষক প্রেমসিং চ্যহ্বন। সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত সপ্তাহেই ফসলের ন্যা‌য্য দাম, কৃষিঋণ মকুবের দাবিতে মহারাষ্ট্র বিধানসভা ঘোরও করেন কয়েক হাজার কৃষক। চাপে পড়ে সেই দাবি মেনে নিতে বাধ্য হয় ফড়নোবিশ সরকার। প্রেমসিং চ্যহ্বনের ফসল নষ্ট করার দৃশ্য কৃষকদের সেই দুর্দশারই সাক্ষী দেয়।


আরও পড়ুন-তপশিলি জাতি বা উপজাতি নিগ্রহের অভিযোগ এলেই গ্রেফতারি নয়, মিলবে আগাম জামিনও


প্রেমসিং এক মারাঠি চ্যানেলকে জানিয়েছেন, ‘জমিতে ফসল হওয়া সত্বেও দাম পাইনি। এতটাই রাগ হয়েছিল ‌যে মনে হচ্ছিল কীটনাশক খেয়ে ফেলি। রাগে জমিতে হওয়া ফুলকপি নষ্ট করে ফেলি। জমিতে ফুলকপি আর টমেটো চাষ করিছিলাম। খরচ হয়েছিল ৪০ হাজার টাকা। কিন্তু ফসল বিক্রি করে উঠে এসেছে মাত্র ৪ হাজার।’