জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তৃণমূল কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র সোমবার 'ক্যাশ ফর কোয়ারি' মামলায় গত সপ্তাহে লোকসভা থেকে তার বিতর্কিত বহিষ্কারকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মহুয়া মৈত্রর বিরুদ্ধে সংসদে সরকারের সমালোচনামূলক প্রশ্ন করার বিনিময়ে ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে দুই কোটি টাকা নগদ এবং ‘বিলাসবহুল উপহার সামগ্রী’ ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তার বিরুদ্ধে সংসদীয় ওয়েবসাইটের গোপনীয় অ্যাকাউন্টের লগ-ইন তথ্য অন্যকে দেওয়ার অভিযোগও আনা হয়েছিল যাতে হিরানন্দানি সরাসরি সেই প্রশ্নগুলি পোস্ট করতে পারেন।


মোদী প্রশাসনের একজন সমালোচক, মৈত্র ঘুষের অভিযোগ অস্বীকার করেছেন কিন্তু লগ-ইন বিশদ শেয়ার করার কথা স্বীকার করেছেন। তিনি যুক্তি দিয়েছিলেন যে এই বিবরণগুলি ভাগ করে নেওয়া এমপিদের মধ্যে সাধারণ অভ্যাস।


আরও পড়ুন: Article 370: জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা রদে সুপ্রিম সিলমোহর, কী বললেন উচ্ছ্বসিত মোদী?


এথিক্স কমিটির রিপোর্টে বলা হয়েছিল যে ‘অবৈধ উপহার গ্রহণের অভিযোগগুলি স্পষ্টভাবে প্রতিষ্ঠিত এবং অনস্বীকার্য’, এবং ‘(ক) ব্যবসায়ীর কাছ থেকে উপহার নেওয়া যার কাছে তিনি লগ-ইন (বিস্তারিত) হস্তান্তর করেছিলেন সেটি একটি quid pro quo...’


প্রতিবেদনে বলা হয়েছে, এটি ‘...একজন এমপির অযোগ্য এবং অনৈতিক আচরণ’।


লোকসভায় ৫০০-পাতার প্রতিবেদনটি উপস্থাপনের ফলে বিরোধী দল এবং ক্ষমতাসীন বিজেপির মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল। এর মধ্যে মৈত্রকে কথা বলার অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়েও বাগযুদ্ধ হয়।


আরও পড়ুন: Article 370 Verdict: ৩৭০ ধারা বাতিল বৈধ! রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে জম্মু ও কাশ্মীরকে


একটি উত্তেজনাপূর্ণ বিতর্ক এবং ভয়েস ভোটের পরে, লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছিলেন, ‘এই হাউস কমিটির সিদ্ধান্ত গ্রহণ করে - যে সাংসদ মহুয়া মৈত্রর আচরণ অনৈতিক ছিল। তাই, তার এমপি হিসাবে চালিয়ে যাওয়া উপযুক্ত নয়...’


লোকসভার অভ্যন্তরে কথা বলার অনুমতি না পেয়ে, মৈত্র সংসদের বাইরে এথিক্স কমিটির প্যানেলের নিন্দা করেছিলেন।


সিবিআই মিস মৈত্রর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে।


বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই বহিষ্কারকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন যে ‘(বিজেপির) প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রকে হত্যা করেছে’।


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)