মোমবাতির শিখায় বীর শহিদদের সেলাম, ১৮ মাসের শিশু বুঝলই না `বাবা চলে গেলেন`
ব্যুরো:চোখের জলে শেষ বিদায় দেশের বীর সেনানীদের। পাঠানকোটের জঙ্গি হামলায় এপর্যন্ত শহিদ হয়েছেন সাত জন। দেশের বিভিন্ন প্রান্তে ফুল আর মোমবাতির শিখায় সেলাম জানান হল বীর শহিদদের।
১৮ মাসের শিশুটি বুঝলই না যে তার বাবা চলে গেলেন। মাত্র ৩২ বছরের ছেলেকে হারিয়ে শোকস্তব্ধ লেফট্যানান্ট কর্নেল ইকে নিরঞ্জনের পরিবার। চোখের জলে বেঙ্গালুরু স্মরণ করল তাঁদের বীর সন্তানকে।
শেষকৃত্যের জন্য লেফট্যানান্ট কর্নেল ইকে নিরঞ্জনের দেহ নিয়ে যাওয়া হয় তাঁদের দেশের বাড়ি কেরলের পালাক্কাডে। মাত্র কয়েকমাস আগেই বিয়ে হয়েছিল গারলানার ছেলে কর্পোরাল গুরসেবক সিংয়ের। কদিন আগেই যে বাড়িতে বেজেছে সানাইয়ের সুর, এখন সেখানে শুধুই বুক ভাঙা কান্না
কমনওয়েলথ গেমসে দেশের হয়ে মেডেল জিতেছিলেন মেজর ফতে সিং। প্রাণও দিলেন দেশের জন্য। গুরুদাস পুরে বাবাকে শেষ শ্রদ্ধা জানালেন মেজর ফতে সিংয়ের মেয়ে।
দেশের নিরাপত্তার জন্য জীবন তুচ্ছ করেছেন এই বীরেরা। মোমবাতির দৃপ্ত শিখায় তাদের সেলাম জানাল নয়াদিল্লি, ভুবনেশ্বর, অমৃতসর।