ওয়েব ডেস্ক:  জামিন পেয়ে গেলেন মালেগাঁও বিস্ফোরণে অভি‌যুক্ত কর্ণেল শ্রীকান্ত পুরোহিত। ২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাঁও বিস্ফোরণকাণ্ডে জড়িত থাকার অভি‌যোগ তাঁকে গ্রেফতার করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বম্বে হাইকোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে ‌যাওয়ার পর তিনি সুপ্রিম কোর্টে ফের জামিনের আবেদন করেন। সোমবার তাঁর ওই আবেদন মঞ্জুর করেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর কে আগরওয়াল ও বিচারপতি এ এম সাপ্রের বেঞ্চ।


উল্লেখ্য, পুরোহিতের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী হরিশ সালভে। তিনি আজ বলেন, গত ৯ বছর ধরে জেলে রয়েছেন পুরোহিত। কিন্তু এখনও প‌র্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও চার্জই গঠন করা ‌যায়নি। এছড়া মহারাষ্ট্র সরকারের জঙ্গি দমন আইন মোকা অনু‌যায়ী আনা অভি‌যোগও তাঁর ওপর থেকে তুলে নেওয়া হয়েছে। ফলে তাঁকে জামিন দেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা থাকার কথা নয়।


প্রসঙ্গত, ২০০৮ সালের ২৯ সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ে এক বিস্ফোরেণে মারা ‌যান ৭ জন। সেই ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় কর্ণেল পুরোহিতকে।