ওয়েব ডেস্ক: মোদী বিরোধী আন্দোলনে ঝড় তুলতে এবার মিশন উত্তরপ্রদেশ। দিল্লি, কলকাতার পর এবার লখনউ যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোমতী  নগরে ধর্না-সভার আয়োজন করা হয়েছে। যাবতীয় দায়িত্বে রয়েছেন মুকুল রায়। লখনউতে পা রেখেই বাজিমাত দিদির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আক্ষরিক অর্থেই বাজিমাত। লখনউয়ে পা রেখে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে পেয়ে গেলেন সমাজবাদী পার্টিকে। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। সে রাজ্যের চালক সমাজবাদী পার্টির নম্বর টুয়ের এই ভূমিকায় খুশি এ রাজ্যের মুখ্যমন্ত্রী।


আরও পড়ুন হিসাব বহির্ভূত টাকা জমা দিতে গেলে বা ধরা পড়লে কত টাকা কর দিতে হবে জানুন


তবে কি নোট কাণ্ডে মঙ্গলবার সপা-তৃণমূল যৌথ আন্দোলন দেখবে লখনউ? অখিলেশ যাদব অবশ্য বলছেন, এটা নেহাতই সৌজন্য সাক্ষাত্‍। নোট বাতিল ইস্যুতে মঙ্গলবার গোমতী নগরে মমতার ধরনা মঞ্চে কি পাশে থাকছে সমাজবাদী পার্টি? অখিলেশ নিজে মঞ্চে থাকবেন কিনা, তা অবশ্য খোলসা করলেন না। 


তৃণমূল সূত্রে খবর, সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব সহ সমাজবাদী পার্টির নেতাদের ধর্না মঞ্চে থাকতে আহ্বান করা হয়েছে। তাই শেষ মুহূর্তে মুলায়ম, অখিলেশ যদি নাও থাকেন, তাহলে দলের অন্য নেতাদের পাঠাতে পারে সমাজবাদী পার্টি নেতৃত্ব।  লখনউয়ে মমতার কর্মসূচি জমজমাট হবে বলেই দাবি তৃণমূলের।


আরও পড়ুন নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে মোদীকে কী হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী?