ওয়েব ডেস্ক : পটনার সভায় নাম না করে নীতীশ কুমারকে বিশ্বাসঘাতক বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। লালুপ্রসাদের দলের নেতারা গলা মেলালেন তাঁর সুরে। মমতার সভায় নোট বাতিলের প্রতিবাদ ছাপিয়ে সামনে চলে এল বিহারে জোট সরকারের ঘরের কোন্দল। পটনার সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গলা মিলিয়ে RJD নেতা-কর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দিকে আঙুল তুললেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নীতীশ কুমারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বরাবরই ভালো। নীতীশের শপথে ছিলেন মমতা। মমতার শপথে ছিলেন নীতীশও। নোট ইস্যু সেই বন্ধুত্বেই চিড় ধরিয়েছে। লালুর "হ্যাঁ', "নীতীশের না'। এতেই ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীকে সমর্থন করছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। মঙ্গলবার পটনা পৌঁছে রাতে লালুপ্রসাদ যাদবের বাড়ি যান মমতা বন্দ্যোপাধ্যায়। লালুর নির্দেশে পটনায় তৃণমূলের সভায় হাজির ছিলেন RJD নেতা-কর্মীরা। কিন্তু, মমতা নিজে নীতীশ কুমারকে ফোন করলেও বিহারের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, নোট বাতিলের বিরুদ্ধে পটনার সভায় JDU-এর কোনও নেতাকর্মীকে তিনি পাঠাবেন না। আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপি-বিরোধিতাকে হাতিয়ার করে বিহারে ক্ষমতায় এসেছেন নীতীশ কুমার।


এখন নীতীশ কুমার নোট-বিতর্কে নরেন্দ্র মোদীর পাশে দাঁড়ানোয় ক্ষুব্ধ আরজেডি এবং কংগ্রেস। নীতীশের বিজেপি-ঘনিষ্ঠতা আর বিহারে জোট সরকারের ভবিষ্যত দুই নিয়েই এখন রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। এই পরিস্থিতিতে নীতীশ কুমারকে পাশে না পেয়ে ক্ষুব্ধ মমতা নাম না করে তাঁর বিরুদ্ধে তোপ দাগায়, অসন্তুষ্ট আরজেডি নেতারাও সেই সুরে গলা মেলাতে দু-বার ভাবেননি। যাঁর নিট ফল, পটনায় তৃণমূলের সভায় নোট-বিতর্ক ছাপিয়ে বিহারে জোট সরকারের ঘরের কোন্দলই সামনে চলে এল।