নিজের ছাতা নিজেই ধরলেন Mamata, মোদীকে দিলেন ২০২৪-এ দিল্লির হাওয়া বদলের পূর্বাভাস?
বাইরে সাংবাদিকদের দেখে ছাতা হাতে বেরিয়ে আসেন মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে মমতা পা রাখার সঙ্গে সঙ্গে নেট মাধ্যমে আছড়ে পড়ে #AbkiBaarDidiSarkar। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর আরও শিরোনামে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে রীতিমতো মোদীর তুলনা শুরু হয়ে গিয়েছে। দিন কয়েক আগে সংসদ চত্বরে নিজের ছাতা নিজে ধরেছিলেন প্রধানমন্ত্রী(PM Narendra Modi)। এ দিন সেটাই করলেন মমতা। নিজের ছাতা নিজে তো ধরলেনই দাঁড়িয়ে থাকলেন বৃষ্টিভেজা রাস্তাতেই। মোদীর পায়ের তলায় ছিল সবুজ ম্যাট।
মঙ্গলবার মোদীর সঙ্গে বৈঠক সেরে অভিষেকের সাউথ অ্যাভিনিউয়ের বাংলোয় যান মমতা। রাজধানীতে তখন বৃষ্টি পড়ছে। বাইরে সাংবাদিকদের দেখে ছাতা হাতে বেরিয়ে আসেন নেত্রী। একেবারে চিরাচরিত স্বভাবে 'দিদি' সাংবাদিকদের বলেন,'বৃষ্টিতে ভিজবেন না। কোভিড পরিস্থিতিতে জ্বর আসবে।' মমতার এই ছাতা হাতে ছবি টুইট করে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) লেখেন,'বৃষ্টিতে ছাতা। নিজের হাতে। ২০২৪-এ এই ছাতা ধরবেন দেশবাসীর মাথায়। জনবিরোধী নীতির কালো মেঘের দুর্যোগ থেকে বাঁচাতে। এটা ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়।'
দিন কয়েক আগে সংসদ চত্বরে কালো ছাতা হাতে দেখা গিয়েছিল নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। সাধারণত ভিভিআইপি-দের মাথায় ছাতা ধরতে দেখা যায়। কিন্তু প্রধানমন্ত্রী নিজের ছাতা নিজেই ধরায় প্রশংসা শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু জল কাদা এড়ানোর জন্য মোদীর পায়ের তলায় ছিল সবুজ ম্যাচ। মমতা এ দিন দাঁড়ালেন রাস্তাতেই। তবে গেরুয়া শিবিরের মতো এটা নিয়ে আলাদা করে প্রচার করেনি তৃণমূল কংগ্রেস (TMC)। দলের এক নেতার কথায়, 'শীত-গ্রীষ্ম-বর্ষায় মানুষের পাশে থেকে আন্দোলন করে আজ এখানে এসেছেন বাংলার অগ্নিকন্যা। তিনি চিরকালই এমন। কাউকে দেখে বা রাজনৈতিক বার্তা দিতে ছাতা হাতে ধরেননি।'
আরও পড়ুন- আপনিই কি বিরোধী জোটের নেতৃত্বে? বুধে সনিয়ার চা-চক্রের আগে স্পষ্ট করলেন Mamata