নিজস্ব প্রতিবেদন: দিল্লি সফরের চতুর্থ দিনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ির সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্য়ের পদস্থ প্রশাসনিক আধিকারিকরাও। বৈঠক থেকে বেরিয়ে মমতা জানালেন, 'রাজ্য়ে সড়ক পরিবহণে উন্নতি নিয়ে কথা হয়েছে। কলকাতায় বাড়তি কিছু উড়ালপুলের দাবি জানিয়েছি'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লক্ষ্য, ২০২৪। বিধানসভা ভোটের পর দিল্লিতে গিয়ে বিরোধী জোটের  'সলতে পাকানো'র কাজ শুরু করে দিয়েছেন পুরোদমে। সোনিয়া গান্ধি-সহ বিরোধী দলের একাধিক নেতা-নেত্রীদের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে DMK নেত্রী কানিমোঝির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন শাবানা আজমি, জাভেদ আখতারও।


আরও পড়ুন: টার্গেট মহিলা ভোট, Tripura-তে সংগঠন সাজাতে নয়া কৌশল তৃণমূলের, বিশেষ দায়িত্বে Kakoli


এই ঠাসা কর্মসূচির ফাঁকে এদিন দিল্লিতে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রীর নিতিন গড়়কড়ির বাড়িতে যান মমতা। বেশকিছুক্ষণ কথা হয় দু'জনের। কী আলোচনা হল? বৈঠকে রাজ্য়ে একাধিক রাস্তা সম্প্রসারণ ও সড়ক পরিবহণে উন্নতির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, 'কলকাতায় বাড়তি কয়েকটি উড়ালপুলের দাবি জানিয়েছি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলির মেরামতি নিয়ে কথা হয়েছে'। সড়ক পরিবহণের হালহকিকত খতিয়ে দেখতে বাংলায় কেন্দ্রীয় প্রতিনিধিদল পাঠানো হতে পারে বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)