নিজস্ব প্রতিবেদন : ২০১৯ নির্বাচনের আগে অ-বিজেপি জোট গড়ার পক্ষে একাধিক দল আসরে নেমেছে। আর তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। সোমবার সেই জল্পনা আরও উস্কে দিয়ে দিল্লিতে এনসিপি প্রধান শরদ পাওয়ারের ডাকা বৈঠকে যোগ দিতে হাজির তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যোগ দেওয়ার পাশাপাশি, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করার কথা রয়েছে মমতার। সেখানেই রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- নিকাহ হালালা ও বহুবিহাহ নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট


গত কয়েকমাস ধরেই বিজেপি বিরোধী একাধিক দল একজোট হওয়ার পক্ষে বারবার প্রশ্ন তুলেছে। সংসদে টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস, সিপিএমের মত দল ইতিমধ্যেই নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা এনেছে। মঙ্গলবার অনাস্থা আনতে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এবার অবিজেপি জোট গড়ার লক্ষ্য নিয়ে দিল্লিতে হাজির মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল সংসদেও যাবেন মুখ্যমন্ত্রী মনে করা হচ্ছে সেখানে বিজেপি বিরোধী দলের নেতাদের সঙ্গে দেখা করবেন মমতা।