বিরোধী জোটের নেতৃত্বে কে? Mamata বললেন,`আমি জ্যোতিষী নই`
২০২৪ সালে মোদীর বিরুদ্ধে লড়াইয়ে তিনি বারাণসী যাবেন বলে জানান মমতা (Mamata Banerjee)।
নিজস্ব প্রতিবেদন: অনেক হয়েছে অচ্ছে দিন। এবার আসবে সচ্চে দিন। বুধবার সনিয়া গান্ধীর সঙ্গে চা-চক্রের আগে একথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মোদীর লোকসভা কেন্দ্র বারাণসী যাওয়ার কথাও জানান তিনি। মমতা বলেন,'মোদীজির বিরুদ্ধে লড়াই হবে। আমি বারাণসী ও অন্যান্য জায়গায় যাব।'
একুশের মঞ্চ থেকে বিজেপি বিরোধী জোট গঠনের ডাক দিয়েছিলেন মমতা (Mamata Banerjee)। ২০১৯ সালেও জোট গঠনের চেষ্টা হয়েছিল। কিন্তু বিরোধী জোটের মুখ কে, তা নিয়ে প্রচার করেছিল গেরুয়া শিবির। ২০২৪ সালে মোদীর বিরুদ্ধে মুখ কে হবেন? মুখ্যমন্ত্রী এ দিন বলেন,'আমি জ্যোতিষী নই। কেউ একজন হবেন। আমি তাঁকে সমর্থন দেব। ভবিষ্যতে কে নেতৃত্ব দেবেন, তা আমি বলতে পারব না। সন্তান ভূমিষ্ঠ আগে কীভাবে নাম বলতে পারি। সবার সঙ্গে আলোচনা করছি। শীঘ্রই ছবিটা স্পষ্ট হবে।'
আপনি কি নেতৃত্ব দেবেন? মমতা জবাব,'আমি সাধারণ কর্মী। কর্মী হিসেবেই কাজ করে যাব।'
২০২৪ সাল আসতে হাতে অনেকটা সময় থাকলেও এখন থেকে বিরোধী জোট গঠনের পক্ষে সওয়াল করেছেন মমতা (Mamata Banerjee)। এ দিন তিনি বলেন,'সংসদের বাদল অধিবেশনের পর কথা শুরু হবে। সকলের জন্য একটা মঞ্চ দরকার।' এনিয়ে লালুপ্রসাদ যাদবের সঙ্গে ফোনে কথা হয়েছে তাঁর। সব দলের সঙ্গে কথা বলবেন বলে জানান মমতা।
আরও পড়ুন- নিজের ছাতা নিজেই ধরলেন Mamata, মোদীকে দিলেন ২০২৪-এ দিল্লির হাওয়া বদলের পূর্বাভাস?