ওয়েব ডেস্ক: শেখ হাসিনার এবারের দিল্লি সফরে তিস্তা চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। তবে তিস্তা নিয়ে আলোচনার জল যাতে গড়ায়, সেব্যাপারে বিশেষ উদ্যোগী বাংলাদেশ। মমতা-হাসিনা সাক্ষাতের ফল কী দাঁড়ায়, সবারই নজর সেদিকে। মুখ্যমন্ত্রী আগেও জানিয়েছেন, তিস্তা চুক্তিতে তাঁর আপত্তি নেই। কিন্তু, রাজ্যের ক্ষতি করে বা রাজ্যকে অন্ধকারে রেখে বাংলাদেশকে জল দেওয়া যাবে না। মোদী সরকার তাঁর এই দৃঢ় অবস্থান মেনে নেওয়ার পরই হাসিনার সফরে মমতা দিল্লি যেতে রাজি হন বলে খবর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন আজ দিল্লিতে মুখোমুখি মমতা বন্দ্যেপাধ্যায় এবং শেখ হাসিনা


মমতা বন্দ্যোপাধ্যায় সায় না দিলে চুক্তি সই অসম্ভব। তাই হাসিনার সম্মানে প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে একমাত্র মুখ্যমন্ত্রী হিসাবেও তাঁকেই ডাকা হয়েছে। হাইপ্রোফাইল লাঞ্চ। তবে তাতে কি উঠবে তিস্তা শব্দটি? কথা আদৌ এগোবে এবিষয়ে? সবচেয়ে বেশি জল্পনা এ প্রশ্ন ঘিরেই।


আরও পড়ুন  বিজেপি শাশিত রাজ্যে  ২০২২-এর মধ্যে 'সকলের জন্য' বাড়ি দেওয়ার কাজ সারতে চলেছে কেন্দ্র