জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ব্যাঙ্কের এসএমএস পেয়ে চোখ কপালে উঠেছিল আবদের ঘাদিয়ায়। তবে মাথাটা চলছিল ঠিকই। অস্ট্রেলিয়ার বাসিন্দা আবদেল আচমকা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের ওই টাকা দেখে চমকে ওঠেন। দেখেন, তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে ৪.৬ কোটি টাকা। ওই টাকা পেয়েই মাথা খুলে যায় আবদেলের। জমা পড়া টাকার অধিকাংশ খরচ করে ফেলেন সোনার বাট কিনে। এরপর বাকী টাকায় ডিজাইনার জামাকাপড় ও মেকআপ কিনে ফেলেন। এদিকে পুলিস এলেও টাকা পায়নি। আপাতত আঠারো মাসের জেল হয়েছে পেশায় ব়্যাপার আবদেলের। ওই সোনা উদ্ধার করতে ঘাম ঝরছে পুলিসের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বাবাকে খুন করে ৩২ টুকরো, লাশ গুম করতে আফতাবের রাস্তায় হাঁটল ছেলে


কীভাবে ওই বিপুল টাকা ঢুকে গেল আবদেলের অ্যাকাউন্টে? বাড়ি কেনার জন্য ওই টাকা একজনের অ্যাকাউন্টে পাঠাচ্ছিলেন এক দম্পত্তি। সিডনির নথান বিচের একটি বাড়ি কেনার টাকা ট্রান্সফার করতে গিয়েই ওই বিপত্তি ঘটান ওই দম্পত্তি। অ্যাকাউন্টের গোলমালে ওই টাকা চলে আসে আবদেলের অ্যাকাউন্টে। গত বছরের ওই ঘটনার তদন্ত করতে গিয়ে আবদেলের কাছে পৌঁছে যায় পুলিস।


পুলিসকে জেরায় আবদেল জানিয়েছেন তাঁর কোনও দোষ নেই। একদিন দেখলাম অ্যাকাউন্টে ওই বিপুল টাকা ঢুকে গিয়েছে। আমারও একজনরে সোনা দেওয়ার কথা ছিল। টাকা ছিল না। ওই টাকা থেকে খরচ করে ফেললাম। আবদেলের ওই কথা শুনে বিশ্বাস করতে চায়নি আদালত। তাকে ১৮ মাসের কারাদণ্ডের সাজা শুনিয়ে দিয়েছে। তদন্ত চললেও সেই সোনা এখনও উদ্ধার করতে পারেনি পুলিস।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)