নিজস্ব প্রতিবেদন: বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানের মাঝে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বড়সড় বিভ্রাট। নিরাপত্তাবেষ্টনী পেরিয়েই নরেন্দ্র মোদীর সামনে এসে পড়েন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সমাবর্তন অনুষ্ঠানের শেষে মঞ্চ ছাড়ছিলেন নরেন্দ্র মোদী। তখনই একটি ছবি নিয়ে মঞ্চে উঠে পড়েন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে নজরে আসে প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি আধিকারিকদের। ওই ব্যক্তিকে ধরে ফেলেন তাঁরা। ততক্ষণে প্রধানমন্ত্রীর হাতে রবীন্দ্রনাথের ছবিটি ধরিয়ে দিয়েছেন ওই ব্যক্তি। প্রাথমিক জেরায় ওই ব্যক্তি জানিয়েছেন, রবীন্দ্রনাথের ছবিটি উপহার দেওয়ার জন্যই মঞ্চে উঠেছিলেন তিনি। 


শুক্রবারের ঘটনায় প্রধানমন্ত্রীর বহুস্তরীয় নিরাপত্তা নিয়ে ফের উঠল প্রশ্ন। এর আগেও একাধিকবার এমনটা হয়েছে। ঘটনার তদন্ত করছে পুলিস। এদিন আবার মঞ্চে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। 


আরও পড়ুন- বিশ্বভারতীর সমাবর্তনে মোদীর কণ্ঠে আবেগ, ক্ষমা চাইলেন ছাত্রছাত্রীদের কাছে