নিজস্ব প্রতিবেদন: গণেশ পুজোর মন্ডপে নাগিন সিনেমার গানে নাচছিলেন এক ব্যক্তি। এমন সময়ে হঠাত্ই হল দুর্ঘটনা। নাচতে নাচতে ডিগবাজি খেতে গিয়ে ঘাড় ভেঙে গিয়ে সকলের চোখের সামনেই মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক দুর্ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভিডিয়ো: গণেশ পুজোর বিসর্জনে অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা করতে দুই পাশে সরে গেল ভক্তরা


বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের সেওনিতে। মৃত ব্যক্তির নাম গুরুচরণ ঠাকুর। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে মন্ডপের মধ্যেই নাচছেন তিন ব্যক্তি। জনপ্রিয় বলিউড সিনেমা নাগিনের গানে নাচছিলেন তাঁরা। এমন সময়ে নাচতে নাচতে ডিগবাজি খেতে যান হাতকাটা গেঞ্জি পরিহিত ওই ব্যক্তি। তবে ডিগবাজি খেতে গিয়ে সোজা ঘাড়ের উপর পড়েন তিনি। সারা দেহের ওজন এসে পরে ঘাড়ের উপর। এর পরেই নিথর হয়ে যায় তাঁর দেহ।



সঙ্গে সঙ্গে তাঁর শুশ্রষা করার চেষ্টা করেন ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা। কিন্তু প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আনন্দের অনুষ্ঠানে এভাবেই হঠাত্ নেমে আসে শোকের ছায়া। ঘটনার আকষ্মিকতায় প্রথমে বিষয়টি বুঝেই উঠতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। চোখের সামনে এভাবে গুরুচরণের মৃত্যুকে মেনে নিতে পারছেন না তাঁর বন্ধুরা।