ওয়েব ডেস্ক: ৭ বছরের কিশোরীকে ধর্ষণ ও খুন। অভিযুক্তকে মৃত্যুদণ্ডের শাস্তি দিল ঝাড়খণ্ডের নিম্ন আদালত।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১১ সালের মে মাসের ঘটনা। নিজের দাদুর হাত ধরে ঘুরতে বেড়িয়েছিল ৭ বছরের ওই ফুট-ফুটে কিশোরী। আম খাওয়াবে এই প্রলোভন দেখিয়েই দাদুর কাছ থেকে নাতনিকে নিয়ে গিয়েছিল মথুরা যাদব নামের ৪৭ বছরের এক ব্যক্তি। প্রথমে দাদুর চোখ থেকে নাতনিকে আড়াল করতে কাছের এক পাম্প হাউসে কিশোরীকে নিয়ে যায় মথুরা যাদব। এরপর নারকীয় নির্যাতনের শিকার হয় ওই কিশোরী। রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে থাকে সে। লোক জানাজানির ভয়ে ওই কিশোরীকে খুন করে দেন মথুরা যাদব এবং দেহরও কোনও হদিশ যেন না পাওয়া যায়, সেইমত কিশোরীর শবদেহ পুড়িয়ে দেন তিনি।


পরের দিন কিশোরীর দগ্ধ দেহ উদ্ধার করে পুলিস। শুরু হয় তদন্ত। ১৪ জনের জবানবন্দি নেওয়ার পর সমস্ত নথিপত্র ও প্রমাণ দেখে মথুরা যাদবকে দোষী ঘোষণা করে আদালত। এরপর তাঁকে ফাঁসির রায় দেয় গিরিডি কোর্ট।