নিজস্ব প্রতিবেদন: যেন বাঁধভাঙা বন্যার জল! রাস্তার দু'পাশ ছাপিয়ে যা ঢুকছে বাড়িঘরে, ভাসিয়ে নিয়ে যাচ্ছে দোকানপাট, গাড়ি। জলের তোড়ে ভেসে যাচ্ছেন মানুষও। হায়দরাবাদে বৃষ্টির জল থেকে তৈরি হওয়া স্রোতের এই ভয়ঙ্কর দৃশ্য সামনে এল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তিনদিনের বৃষ্টিতে হায়দরাবাদের ফলকনুমা এলাকা বিপর্যস্ত। জলের স্রোত এতই বেশি যে, তা রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও টেনে নিয়ে যাচ্ছে। বন্যার জল ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক ব্যক্তিকেও। বাঁচার আপ্রাণ চেষ্টা করছেন তিনি। আর তাঁকে উদ্ধারের আপ্রাণ চেষ্টাও করেছেন কয়েকজন। একটা টায়ার ছুঁড়ে দিতেও দেখা যায়। কিন্তু স্রোত এতই বেশি যে, তাতে প্রাথমিক ভাবে কোনও কাজ হল না। কোথায় ভেসে গেল টায়ার!


ভারী বৃষ্টিতে বিপর্যস্ত তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ। আবহাওয়া দফতর বলেছে, বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের জেরে গভীর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তের কারণেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে সেখানে। আরও কয়েকদিন বৃষ্টিতে ভাসবে তেলঙ্গানা। এর পরে ঘূর্ণাবর্ত ধীরে ধীরে মহারাষ্ট্র ও কর্নাটকের দিকে সরে যাবে বলে ধারণা।


আরও পড়ুন: কেরল তো করোনায় 'প্রথম'! অতঃপর কী বঙ্গ কমরেডগণ!