স্ত্রী-সন্তানকে খুন করে ২ মাস ধরে একঘরেই `সহবাস` স্বামীর!
পারিবারিক বিবাদের জেরেই এই হত্যালীলা বলে কবুল করেছে অভিযুক্ত। নিহতদের শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিস।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রী ও ২ সন্তানকে কুঠারের কোপে খুন। খুনের পর বাড়িতেই পুঁতে দেয় দেহ। ২ মাস পর পর্দাফাঁস হল কুকর্মের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রাতলামে।
স্ত্রী ও সন্তানদের খুন করার পরেও স্বাভাবিক জীবন-ই কাটাচ্ছিল অভিযুক্ত ব্যক্তি। তাকে দেখে কারও বোঝার কোনও উপায় ছিল না যে, সে কী ঘৃণ্য কাজ করেছে। ঘরে মৃতদেহ পুঁতে রাখা। আর সেই মৃতদেহের সঙ্গে সহবাস। ২ মাস এরকম অবস্থাতেই চলে। কিন্তু তারপর একসময় সন্দেহ হয় পাড়া-প্রতিবেশীদের।
তারপরই শুরু হয় নিখোঁজ মা ও বাচ্চাদের খোঁজ। তখনই চাপের মুখে পড়ে জেরায় নিজের কুকীর্তির কথা স্বীকার করে নেয় অভিযুক্ত। পুলিস জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরেই এই হত্যালীলা বলে কবুল করেছে অভিযুক্ত। নিহতদের শনাক্ত করতে ডিএনএ টেস্ট করা হবে বলে জানিয়েছে পুলিস।
আরও পড়ুন, বউ বাপেরবাড়ি থেকে ফিরছে না, রাগে পুরুষাঙ্গ-ই কেটে ফেলল যুবক!