ওয়েব ডেস্ক: মাঝ আকাশে অসভ্যতা। বিমানের শৌচালয়ের ভিতর সম্পূর্ণ নগ্ন হয়ে সেবিকার কাছে আপত্তিকর সাহায্য চাইলেন যাত্রী। এমনই বিস্ফোরক অভিযোগ তুললেন ইন্ডিগোর ভূবনেশ্বর-দিল্লি উড়ানের এক বিমানসেবিকা।


আরও পড়ুন- ভারতের উপর হামলায় প্রস্তুত আড়াইশো জঙ্গি!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিমানে ওঠার পর থেকেই বিমানসেবিকাকে নানা অজুহাতে বিরক্ত করতে থাকেন সেই যাত্রী। সিট বেল্ট বাঁধতে জানেন না, এই অজুহাতে ওই সেবিকার কাছে সাহায্য চেয়েছিলেন। বিমানসেবিকা তখন সাহায্য করেছিলেন। এরপর বিমান যাত্রা শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর মাঝ আকাশে বিমানের শৌচালয়ে যান সেই যাত্রী। সম্পূর্ণ নগ্ন অবস্থায় সেই যাত্রী বেল বাজিয়ে বিমানসেবিকাকে ডাকেন। তারপর শৌচালয়ের ভিতর আসতে বলেন।


বিমানসেবিকা শৌচালয়ের ভিতর না ঢুকে, যাত্রীকে নূন্যতম শালীনতা মেনে চলতে বলেন। বিমানসেবিকার ওপর এরপর কটুক্তি করতে থাকেন অভিযুক্ত যাত্রী। বিমানটি গন্তব্য পৌঁছনোর পর দিল্লি পুলিস ওই যাত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে।