নিজস্ব প্রতিবেদন : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফেসবুকে অশালীন মন্তব্য করা ও মধ্যপ্রদেশের এক জেলাশাসককে খুনের হুমকি দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করল পুলিস। তবে, শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পুলিস সূত্রে খবর, মধ্যপ্রদেশের বেতুলের বাসিন্দা অভিযুক্ত নিমিশ সারিয়ম। গত কয়েকদিন ধরেই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংকে উদ্দেশ্য করে ফেসবুকে একাধিক অশালীন পোস্ট করে সারিয়ম। বুধবার সন্ধ্যায় তার সেই পোস্ট সমস্ত শালীনতা অতিক্রম করে যখন সে বেতুলের জেলাশাসককে খুনের হুমকি দেয়। ফেসবুকে তার দাবি, অবিলম্বে বেতুলের সাংসদ জ্যোতি ধ্রুবেকে তপশিলীভুক্ত উপজাতি ইস্যুতে গ্রেফতার করতে হবে। তা না হলে, প্রথমে জেলাশাসককে খুন করে নিজেকে হত্যা করবে সারিয়ম।


আরও পড়ুন- মোদীকে 'বিরাট ফিটনেস' চ্যালেঞ্জ রাহুল-তেজস্বীর


তার এই হুমকি পোস্টের পরই সারিয়মের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন জেলাশাসক শশাঙ্ক মিশ্র। অভিযোগে ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিস।    


প্রসঙ্গত, জ্যোতি ধ্রুবে নিজে তপশিলী ভুক্ত না হয়েও নির্বাচনের সময় নিজের পরিচিতিপত্রে তা লিখে ইতিমধ্যেই বিতর্কে জড়িয়েছেন।