নিজস্ব প্রতিবেদন: ভরা সভায় সরকারি আধিকারিককে গালি দিলেন কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণমন্ত্রী মানেকা গান্ধী। মানেকার সেই ভিডিওই ভাইরাল হল সামাজিক যোগাযোগমাধ্যমে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

উত্তরপ্রদেশের বাহেরিতে একটি সভায় ছিলেন মানেকা গান্ধী। ওই সভায় ছিলেন স্থানীয়রাও। তাঁরা জনৈক সরকারি আধিকারিকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করেন। এরপরই গর্জে ওঠেন কেন্দ্রীয়মন্ত্রী। 


আরও পড়ুন- বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন 'ঘরের ছেলে'


মানেকা গান্ধী বলেন,''টাকা নয়, সম্মানই মানুষের পরিচয়। হা** মতো মোটা আপনি।'' দুর্নীতিগ্রস্ত অফিসারকে 'সবক' শেখানোয় মানেকার পাশে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম। তবে প্রকাশ্যে সরকারি আধিকারিককে মন্ত্রীর এহেন ধমক, কতটা যুক্তিযুক্ত, তা নিয়ে উঠে গিয়েছে প্রশ্ন।