ওয়েব ডেস্ক : রাজ্যে শিশু পাচার চক্র নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র। এবিষয়ে রিপোর্ট তলব করলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী। জাতীয় শিশু অধিকার রক্ষা অধিকার কমিশন বা NCPCRকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি। NCPCR-এর নির্দেশে ইতিমধ্যে শিশু পাচার কাণ্ডের তদন্ত শুরু করেছে রাজ্য শিশু অধিকার কমিশন। NCPCR-কে বিস্তারিত রিপোর্ট পাঠাবে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাদুরিয়ায় তিন সদ্যোজাতকে উদ্ধার দিয়ে শুরু। এরপর কলকাতা ছাড়িয়ে জেলায় একের পর এক জায়গায় শিশু পাচার নেটওয়ার্কের খোঁজ মেলে। উদ্ধার করা হয় শিশুদের। এমনকী মাটি খুঁড়ে মেলে মৃত শিশুর হাড়গোড়ও। হাড়হিম করে দেওয়া এই ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন।


পড়ুন, গরমিলের পর গরমিল, বর্ধমানে সিল করা হল নার্সিংহোম