মঙ্গলের কক্ষপথের প্রায় ৮০ শতাংশ প্রদক্ষিণ করে ফেলেছে ভারতের মার্স অরবিটর মিশন বা MOM।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলের কক্ষপথে ৫৪০ মিলিয়ন কিলোমিটার প্রদক্ষিণ করেছে MOM। আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে তার যাত্রা। গতবছর ৫ নভেম্বর যাত্রা শুরু করে MOM। পৃথিবী থেকে সেখানে রেডিও সিগন্যাল পৌছতে এখন সময় লাগে ১৫ মিনিট। মোট ১৫ কেজি ওজন বহন করছে MOM। এর মধ্য রয়েছে লেহম্যান আলফা ফটোমিটার (LAP), মিথেন সেন্সর ফর মার্স, মার্শিয়ান এক্সোফেরিক কম্পোজিশন এক্সপ্লোরার, মার্স কালার ক্যামেরা ও টিআইআর ইম্যাজিন স্পেকট্রোমিটার।


মঙ্গলে মিথেন গ্যাসের অস্তিত্ব রয়েছে কি না তা খুঁজে বের করাই ৪৫০ কোটি টাকার এই প্রকল্পের লক্ষ্য।